May 17, 2008

"লাউয়াছড়ায় খনিজ উত্তোলনের উদ্যোগ নিলে আইনি ব্যবস্থা"

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এদেশে 'জীববৈচিত্র্যের শেষ আশ্রয়' লাউয়াছড়া সংরক্ষিত বনে খনিজ সম্পদ উত্তোলনের উদ্যোগ নেওয়া হলে আইনগত পদক্ষেপ নেবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী অ্যাসোসিয়েশেনসহ (বেলা) কয়েকটি পরিবেশবাদী সংগঠন

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পবা ও বেলা আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়গ্যাস উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য লাউয়াছড়ার সংরক্ষিত বন ও এর আশপাশে জরিপ করছে তেল-গ্যাস উত্তোলনকারী কোম্পানি শেভরনজরিপ শেষে ওই বনে খনিজ সম্পদ উত্তোলনের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে

পবা চেয়ারম্যান নাসের খান বলেন, "পবা ও বেলাসহ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠান আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছেএ ব্যাপারে প্রস্তুতির পাশাপাশি উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে।"

বেলার আইনজীবী ইকবাল মাহমুদ বলেন, "বনের ভেতরে খনিজ সম্পদ উত্তোলনের কোনো উদ্যোগ নেওয়া চলবে নাএটা করা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবেতবে বনের বাইরে এ ধরনের কোনো উদ্যোগ নিলে আমাদের আপত্তি থাকবে না।"

প্রকৃতিবিদ রোনাল্ড হালদার বলেন, "জরিপের জন্য এমন সময় বেছে নেওয়া হয়েছে যখন পশু-পাখির প্রজনন সময়জরিপের কারণে তাদের প্রজনন ক্ষতিগ্রস্ত হতে পারেলাউয়াছড়া সংরক্ষিত বনে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে অনেক প্রজাতির পাখি প্রজননের জন্য আসেএখানে দক্ষিণ এশিয়ায় সাড়ে ৬০০ প্রজাতির পাখি রয়েছেএটিই আমাদের জীববৈচিত্র্যের শেষ আশ্রয়।"


মৌলভীবাজার জেলায় অবস্থিত ৩৪০০ একর আয়তনের লাউয়াছড়া বনে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর প্রাণী, ছয় প্রজাতির সরীসৃপ, ২৪৩ প্রজাতির পাখি, ২০ প্রজাতির অর্কিড ও ১৭ প্রজাতির পোকামাকড় রয়েছেদুর্লভ প্রজাতির উল্লুক, লজ্জাবতী বানর, খাটোলেজি বানর, চশমা হনুমান, মুখপোড়া হনুমান, ভালুক, বনমোরগ, বনবিড়াল, সাদা বাঘ, উদবিড়াল ও অজগর দেখা যায় এ বনে

সংবাদ সম্মেলনে লাউয়াছড়া সংরক্ষিত বনের বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়শেভরনের জরিপ কাজের একটি ভিডিও চিত্রও দেখানো হয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/এসকে/২০৩৬ঘ.

0 comments:

Post a Comment