May 14, 2008

টেংরাটিলার ক্ষতিপূরণ আদায়ে নাইকোর বিরুদ্ধে মামলা করবে সরকার

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে আগুনের ফলে গ্যাস ও পরিবেশের ক্ষতিপূরণ বাবদ প্রায় ৭০০ কোটি টাকা আদায়ে নাইকোর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়

সভা শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে দু'দফা বিস্ফোরণে গ্যাস পুড়ে ও পরিবেশ ধ্বংস মিলিয়ে প্রায় সাতশ কোটি টাকার ক্ষতি হয়েছেএই ক্ষতিপূরণ আদায়ে সরকারের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও কোনও লাভ হয়নিএ কারণে সরকার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।"

হাসান আরিফ জানান, সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য টি এইচ খানের নেতৃত্বে একটি আইনজীবী প্যানেল ঠিক করা হয়েছেতারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন

আইন উপদেষ্টার সভাপতিত্বে ওই সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল, জ্বালানি সচিব মো. মহসীন, বিদ্যুৎ সচিব ড. এম ফাওজুল কবির খান, অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও আইনজীবী টি এইচ খান উপস্থিত ছিলেন

টি এইচ খান সাংবাদিকদের বলেন, "সরকারের পক্ষ থেকে মামলা করার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত নথিপত্র হস্তান্তর করা হয়নিনথিপত্র হাতে পাওয়ার পরপরই মামলার প্রক্রিয়া শুরুহবে।"

২০০৫ সালে মৌলভীবাজার জেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্রে পরপর দুদফা বিস্ফোরণ হয়এতে অনেক গ্যাস পুড়ে যাওয়া ছাড়াও বহু গাছপালা নষ্ট ও ফসলহানি হয়টেংরাটিলা ক্ষেত্রে গ্যাস উত্তোলনের কাজ করছিল কানডিয়ান কোম্পানি নাইকো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএ/এমআই/১৯৫৭ ঘ.

0 comments:

Post a Comment