চট্টগ্রামে বিলুপ্তপ্রায় মদনটাক
চট্টগ্রামের রাউজান থানার ইয়াসিন নগরে গতকাল রবিবার ধরা পড়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির একটি মদনটাক পাখি। প্রায় ১২ কেজি ওজনের এ পাখিটি এলাকাবাসীর সহায়তায় গতকালই চট্টগ্রাম চিড়িয়াখানায় দিয়ে দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এহসানুল হায়দার চৌধুরী।
চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ড. গাজী আসমত যায়যায়দিনকে জানান, বছরে একবার বর্ষাকালে মদনটাক পাখি ডিম পাড়ে। সম্ভবত এ কারণে পাখিটি লোকালয়ে চলে এসেছিল। মদনটাককে প্রায় বিলুপ্ত প্রজাতির পাখি হিসেবে উল্লেখ করে তিনি জানান, সারা বিশ্বে বর্তমানে এ পাখির সংখ্যা মাত্র পাচ হাজার। তাদের মধ্যে ইনডিয়ার আসামে দুই হাজার, ইন্দোনেশিয়ায় দুই হাজার এবং কম্বোডিয়ায় আছে ৪০০। বাকি ৬০০ মদনটাক ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশসহ সাউথ ও সাউথ ইস্ট এশিয়ার ১২টি দেশে। এ পাখির বৈজ্ঞানিক নাম লেপটোটিলোস জাভানিকাস (Leptoptilos javanicus)। একটি পরিণত সাইজের মদনটাকের দৈর্ঘ্য ১১০ থেকে ১২০ সেন্টিমিটার। লেপটোটিলোস প্রজাতির আরেকটি পাখি হাড়গিলা (Leptoptilos dubius) ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে বলে তিনি জানান।
মদনটাকের সংখ্যা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. গাজী আসমত জানান, অপরিকল্পিত নগরায়ন ও বিভিন্ন কারণে জলাশয় ও জলাভূমির পরিমাণ দিনের পর দিন কমে যাওয়া, চিংড়ি ঘেরের বিস্তার ইত্যাদি কারণে খাদ্যসংস্থানের ক্ষেত্র কমে যাওয়ায় মদনটাক পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে।
0 comments:
Post a Comment